Apan Desh | আপন দেশ

‘নির্বাচনী প্রক্রিয়ার বাইরে অন্য কোনো পন্থা গ্রহনযোগ্য নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ১৬ জুলাই ২০২৫

‘নির্বাচনী প্রক্রিয়ার বাইরে অন্য কোনো পন্থা গ্রহনযোগ্য নয়’

ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

নির্বাচনী প্রক্রিয়ার বাইরে অন্য কোনো পন্থা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বুধবার (১৬ জুলাই) দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এ সভা হয়।

মঈন খান বলেন, আমরা স্পষ্টভাষায় একটি কথা বলে দিতে চাই যে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে যে উত্তরণ, সে উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়াটি কী? সে প্রক্রিয়ার নাম হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশে কেনো বিশ্বের কোথাও জানা নেই।

আরওপড়ুন<<>>কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি: সালাহউদ্দিন

তিনি বলেন, যদি কেউ বলে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। অন্য কোনো পন্থায় তারা এদেশকে পরিচালনা করতে চায়। তাহলে আমাদের পথ আলাদা, তাদের পথ আলাদা। এটা স্পষ্ট করতে হবে, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায় সেটা বিএনপি হতে দেবে না।

চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কয়েকটি দলের কটুক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানান মঈন খান। তিনি বলেন, দেশে গত কয়েকদিনের যে বিভিন্ন ঘটনা হচ্ছে, সে ঘটনার মূল্যে কোনো রহস্য রয়েছে। সে রহস্য আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে উন্মোচিত করতে হবে। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাসী।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা এদেশে বড় হয়েছি। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা কী কখনো দেখেছেন যে, বাংলাদেশে প্রকাশ্যে এ ধরণে শব্দ, ভাষা, কটুবাক্য এগুলো কখনো কেউ প্রকাশ্যে এভাবে বলেনি। আপনাদের দীর্ঘ বয়স হয়েছে, তারা বলুন?

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে প্রতিবাদ সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে বিএনপি নেত্রী রিটা রহমান, জাতীয় পার্টি (কাজী জাফর) মজিবুর রহমানসহ মুক্তিযোদ্ধা দলের সদস্যরা বক্তব্য দেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়