Apan Desh | আপন দেশ

‘তারেক রহমানের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ২০ জুন ২০২৫

‘তারেক রহমানের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে’

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দলের নেতাকর্মীসহ দেশের সকল মানুষ  উন্মুখ হয়ে অপেক্ষা করছে। এ কথা বলেছেন,  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, খুব শিগগিরই তারেক রহমানে দেশে ফিরবেন। ওনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন।

আরওপড়ুন<<>>চীন সফর যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে এখন আমার কমেন্ট করা ঠিক হবে না। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামী ২২ জুন বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছে। চীন সফরে দুই দেশের বহু পুরোনো সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়