Apan Desh | আপন দেশ

‘অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হওয়ার লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২৭ মে ২০২৫

আপডেট: ১৮:৫৫, ২৭ মে ২০২৫

‘অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হওয়ার লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছে’

আমীর খসরু মাহমুদ চৌধুরী

অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছে বলে দাবি করেছেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবোক্রেসি চায় না।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু।

নির্বাচনের রোডম্যাপ দিতে এতো ভয় কেন এমন প্রশ্ন তুলে তিনি বলেন, যাদের নির্বাচনে ভয়, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা শেখ হাসিনার পথে চলছে।

আমীর খসরু বলেন, জোর করে চাপিয়ে দিয়ে দাবি আদায় হবে না। নিরপেক্ষ ভূমিকা পালন করে সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহবান জানান তিনি।

আরওপড়ুন<<>>জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে: শফিকুর রহমান

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন দিলে কারা নির্বাচিত হবে না, তা তো পরিষ্কার৷ নির্বাচনের সঙ্গে বিচার, সংস্কার সাংঘর্ষিক নয়। সবগুলো চলমান প্রক্রিয়া। ৫ থেকে ১০ জন মানুষ জনগণকে বাইরে দেশের ভালো বুঝবে, এ তো শেখ হাসিনার মতো কথা।

আমী খসরু বলেন, ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সেনাবাহিনী- তিনটি শক্তি শেখ হাসিনার পতনে কাজ করেছে। নতুন সরকারকে সাপোর্ট দিয়েছে। শেখ হাসিনা পলায়ন করেছেন। নির্বাচনে মাধ্যমে জনগণ দেশের মালিকানা ফিরে পাবে, এমন আশায় আমরা বুক বেঁধেছি। জনগণের অধিকারহীন অবস্থায় আসার কথা ছিল না।

তিনি বলেন, অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, তবে ক্ষমতা ধরে রাখার জন্য গণমাধ্যমের ওপর চাপ বাড়বে। নাগরিক প্রতিবাদ করতে রাস্তায় আসতে পারবে না। এটা কোনো কথা হতে পারে না।
 
আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়