Apan Desh | আপন দেশ

জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:৩৫, ২৭ মে ২০২৫

আপডেট: ১৯:০২, ২৭ মে ২০২৫

জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে: শফিকুর রহমান

ছবি: আপন দেশ

মিথ্যা সাক্ষ্য ও সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত নেতাদের ‘জুডিশিয়াল কিলিং’ চালানো হয়েছে। এ মন্তব্য করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন। এটি প্রমাণ করে, আগে যেসব শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, তা ছিল জাল সাক্ষ্য ও অসত্য বিচারিক প্রক্রিয়ার ফল।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াত আমীর বলেন, এটিএম আজহারুল ইসলামকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। দীর্ঘদিন ধরে সুবিচারের অপেক্ষায় থাকার পর অবশেষে মুক্ত হলেন তিনি। এ সময়, ক্যাঙ্গারু কোর্ট জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে সাজা দিয়েছিল উল্লেখ করে বলেন, বাকিরা বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারতেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এ সাজা দেয়ার সময় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেখানে প্রতিবাদ করার কোনও পরিবেশ ছিল না। ৭১’র হত্যাযজ্ঞের ভুক্তভোগী পরিবারগুলোর কারো সাক্ষ্য গ্রহণ করা হয়নি। সুখরঞ্জন বালি সে ঘটনার উজ্জ্বল দৃষ্টান্ত। পাতানো ট্রায়ালে সাজা কার্যকর করা হয়েছে। সে সময় জামায়াত নেতৃবৃন্দের পরিবারগুলো ভেঙে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল বলেও জানান তিনি।

অপরদিকে, বিচার চলার সময় দুটি টর্চার সেল তৈরি করা হয় বলে অভিযোগ করেন জামায়াত আমীর। তিনি বলেন, একটিতে এনে ভিকটিমদের ওপর নির্যাতন চালানো হতো। আরেকটি সেফ হোমে তুলে এনে জিজ্ঞাসাবাদের নামে আইন অমান্য করে নির্যাতন চালানো হতো।

এ সময় স্বচ্ছ বিচার হলে দণ্ড দিতে পারতেন না উল্লেখ করে জামায়াত আমীর বলেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় তাদের ফাঁসি ও দণ্ড দেয়া হয়। স্কাইপ কেলেঙ্কারি মাধ্যমে সে বিচার প্রক্রিয়ার ঘটনা বিশ্ব ও দেশের মানুষের সামনে উঠে আসে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়