Apan Desh | আপন দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিলেন কবি নজরুল: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৩, ২৫ মে ২০২৫

আপডেট: ১৪:১৪, ২৫ মে ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের অনুপ্রেরণা ছিলেন কবি নজরুল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিদ্রোহী কবি নজরুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানসহ সব জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলা সাহিত্য জগতের প্রবাদপ্রতিম পুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে  রোববার (২৫ মে) সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন কবি নজরুল ইসলাম।

রুহুল কবির রিজভী আরও বলেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। উপদেষ্টারা তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।

আরও পড়ুন<<>>জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ

তিনি আরও বলেন, কবি কাজী নজরুল ইসলাম লেখণী, সাহিত্যকর্ম, গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা গ্রহণ করছে। জুলাই আন্দোলন ও বিগত ১৫ বছরের আন্দোলনে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন। শত আঘাতের মধ্যে তার কাছ থেকে বেঁচে থাকার প্রেরণা পেয়েছি। শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেন। তাই তিনি আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক।

রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়ার পর প্রথম বারের মতো উদযাপন করা হচ্ছে নজরুল জন্মজয়ন্তী। এটি নিঃসন্দেহে গৌরবময়। জাতীয় কবির এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার।’ 

এদিকে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত অনুরাগী সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতরা। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে ‘নজরুলজয়ন্তী’।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়