Apan Desh | আপন দেশ

দেশে ফিরছেন খালেদা জিয়া-জোবাইদা রহমান, বিএনপিতে উচ্ছ্বাস

মারুফ বিল্লাহ

প্রকাশিত: ২১:৫৯, ৫ মে ২০২৫

আপডেট: ২২:১৭, ৫ মে ২০২৫

দেশে ফিরছেন খালেদা জিয়া-জোবাইদা রহমান, বিএনপিতে উচ্ছ্বাস

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (০৫ মে) তিনি দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। মঙ্গলবার (০৬ মে) তিনি সকাল ১০টা ৩০ মিনিটে দেশে পৌঁছাবেন। 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তার এ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে তীব্র উৎসাহ ও উদ্দীপনা।

সোমবার (০৫ মে) লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে হিথরো বিমানবন্দর থেকে রওনা হন খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। হিথরো টার্মিনালের ভিআইপি গেটে তাদের বিদায় জানান তারেক রহমান ও মেয়ে জায়মা রহমান।

যাত্রার প্রাক্কালে হিথরো বিমানবন্দরের দুই পাশে অবস্থান নেন যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। তারা জাতীয় ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে বিদায়ী শুভেচ্ছা জানান দলীয় প্রধানকে। ব্যানার-পোস্টারে ছেয়ে যায় টার্মিনালের প্রবেশপথ।

আরও পড়ুন>>>>দেশের পথে খালেদা জিয়া-জোবাইদা রহমান

গত ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে খালেদা জিয়া ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। কাতারের রাজপরিবারের দেয়া আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পৌঁছে তিনি ভর্তি হন লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে গঠিত একটি বিশেষ মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে।

১৭ দিন পর ক্লিনিক থেকে ছাড়া পেয়ে তিনি পুত্র তারেক রহমানের কিংস্টনের বাসায় অবস্থান করে চিকিৎসা চালিয়ে যান। তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম, পুত্রবধূ শামিলা রহমান ও দেশে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

প্রিয় নেত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসভবন ‘ফিরোজা’। সেখানে ধোয়া-মোছা, সাজসজ্জা, আলোকসজ্জা ও ফুলে ফুলে সাজানো হয়েছে আঙিনা। বাসার প্রতিটি কক্ষে চিকিৎসাসুবিধা নিশ্চিত করা হয়েছে। বাড়িটি একটি আধুনিক চিকিৎসা সহায়তা কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামের বাসা পুরোপুরি প্রস্তুত। আমরা সবাই তার আগমনের অপেক্ষায় আছি।

খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত রাস্তা কর্ডন করে রাখবে পুলিশ। ভবনের ছাদে মোতায়েন থাকবে স্নাইপার ও পর্যবেক্ষণ টিম। পুরো পথজুড়ে থাকবে সিসিটিভি মনিটরিং।

দেশে ফিরতে যাওয়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে মঙ্গলবার বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হতে পারে। এদিন সকাল ১০টা থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। এ কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন, যেন কেউ রাস্তার ওপর দাঁড়িয়ে না থাকেন। ফুটপাথ ব্যবহার করেই যেন নেত্রীকে স্বাগত জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে সবার বিশেষ নজর রাখতে হবে।

ডা. জুবাইদা রহমানের ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ভিন্নমাত্রার চাঙ্গাভাব। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এবারই প্রথম তিনি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন।

জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি ডা. জুবাইদা রহমানের নিরাপত্তাও নিশ্চিত করতে পৃথক ব্যবস্থার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। ধানমন্ডির বাসায় তার যাতায়াত নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ৬ মে সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি থাকবে। সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে। এছাড়া এয়ারপোর্ট রোডে ট্রাফিক চাপ কমাতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

বিমানবন্দর ও গুলশান রোডে সাধারণ যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। হজযাত্রী, বিদেশগামী যাত্রী ও পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় হাতে রেখে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় দেখা গেছে, খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’ আলোকসজ্জায় ঝলমল করছে। দলীয় নেতাকর্মীদের চোখে মুখে ফুটে উঠছে প্রিয় নেত্রীর প্রতীক্ষার উচ্ছ্বাস। দীর্ঘ চার মাসের অনুপস্থিতির পর তার এ প্রত্যাবর্তন যেন শুধু একজন রাজনীতিকের নয়, বরং এক ইতিহাসের, এক প্রত্যাবর্তনের। বিএনপি নেতাকর্মীদের কণ্ঠে ভেসে বেড়াচ্ছে নতুন সূর্যোদয়ের প্রত্যাশা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়