Apan Desh | আপন দেশ

দেশের পথে খালেদা জিয়া-জোবাইদা রহমান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ৫ মে ২০২৫

আপডেট: ২০:৫৬, ৫ মে ২০২৫

দেশের পথে খালেদা জিয়া-জোবাইদা রহমান

গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

লন্ডনে ছেলে তারেক রহমানের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পথে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ—জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

সোমবার (০৫ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে) ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া।

আরওপড়ুন<<>>বিএনপি এ অপরাধ করবেই: গয়েশ্বর

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ম্যাডাম মঙ্গলবার (০৬ মে) সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আমরা আশা করছি, সময়মতো পৌঁছাবেন তিনি।

দেশে ফেরার পথে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ—জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। এর মধ্যদিয়ে দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম দেশে ফিরতে পারছেন জুবাইদা।

এদিকে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরা উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনার অংশ হিসেবে, আগামীকাল মঙ্গলবার (০৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত। মোট ৬ ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে  এজন্য নির্দিষ্ট টোল পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বেগম খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে তাকে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেয়া হয়। ১১৭ দিনের লন্ডন সফর শেষে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়