
ছবি: আপন দেশ
আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (০২ মে) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় দলটির এ বিক্ষোভ সমাবেশ চলছে।
এর আগে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত সমাবেশে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছোটোবড় মিছিল নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশ জুলাই অভ্যুত্থানে আহতরাও অংশগ্রহণ করেছেন।
সমাবেশে এনসিপির আহবায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা।
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। এবং বাংলাদেশে কয়েকটি গণহত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজতের শাপলা হত্যাকাণ্ড, মোদীবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড ঘটিয়েছে দলটি।
আরওপড়ুন<<>>জনগণ মুজিববাদ আ.লীগকে অস্বীকার করেছে: নাহিদ ইসলাম
তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলের লোকেরা গুম খুন ক্রসফায়ারের শিকার হয়েছেন আওয়ামী লীগের আমলে। এসব কিছুর বিচারের জন্য এ গণঅভ্যুত্থান হয়েছে। আমরা আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের দাবি জানিয়েছিলাম। সেটুও আমাদের সামনে দৃশ্যমান নয়।
আওয়ামী লীগকে দলগতভাবে বিচার কার্যক্রমের আওতায় আনতে হবে মন্তব্য করে নাহিদ বলেন, যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে।
এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, খুনি হাসিনা ও তার সহযোগিদের বিচার অবশ্যই হতে হবে। এনসিপি এ দাবি আদায়ে রাজপথে আছে এবং থাকবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, গত ৫ আগস্ট ‘ছাত্র-জনতার রায়ে’ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার চলে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামতে দেয়া হবে না।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।