Apan Desh | আপন দেশ

ভোটকেন্দ্রে থাকছে ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৭, ২৬ জানুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে থাকছে ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও  গণভোটে প্রায় ৩০ হাজার ভোটকেন্দ্রে বডিওর্ন ক্যামেরা স্থাপন করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নির্বাচনে ২৫ হাজার থেকে ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি পূজার সময় ব্যবহৃত নিরাপত্তা অ্যাপটিও সংশ্লিষ্ট বাহিনী চালু রাখবে।

আরও পড়ুন <<>> ‘ইসিকে নয়, ভোটের অভিযোগ নির্বাচনী তদন্ত কমিটিতে দিন’

ইসি সচিব আরও জানান, ভোটের কার্যক্রমে সহায়তার জন্য ১৬ হাজার বিএনসিসি ক্যাডেট মোতায়েন থাকবে।

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়