Apan Desh | আপন দেশ

‘ইসিকে নয়, ভোটের অভিযোগ নির্বাচনী তদন্ত কমিটিতে দিন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৪, ২৬ জানুয়ারি ২০২৬

‘ইসিকে নয়, ভোটের অভিযোগ নির্বাচনী তদন্ত কমিটিতে দিন’

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর পাঁচ দিনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই রয়েছে। অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে নয়, সংশ্লিষ্ট তদন্ত কমিটিতে জানাতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই রাজনৈতিক দলগুলো অভিযোগ জানাতে পারছে। অভিযোগ থাকলে ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটিতে তা জানাতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে কপি দিলে কমিশন বিষয়টি অনুসরণ করবে।

তিনি বলেন, কমিশনের কর্মকর্তারা নিজেরা ঘুরে ঘুরে তদন্ত করলে সেটি ন্যায়বিচারের ব্যত্যয় হতে পারে। এজন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দেন তিনি।

ভোট গণনায় বিলম্বের বিষয়ে আখতার আহমেদ জানান, রোববার (২৫ জানুয়ারি) সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করা হয়েছে।

এতে রাষ্ট্রদূত ও মিশনপ্রধানসহ ৪১ জন প্রতিনিধি অংশ নেন। সরকারি কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তিনি জানান, এবার প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে সংসদ ও গণভোটের ফল কেন্দ্রে ঘোষণা করা হবে। একই সঙ্গে দুটি ভোটের গণনা চলবে। সাধারণভাবে আসনভিত্তিক ফল ঘোষণা করতে তিন-চার ঘণ্টা সময় লাগতে পারে। তবে পোস্টাল ব্যালটের কারণে সময় আরও বেশি লাগবে।

ইসি সচিব বলেন, কেন্দ্রের ফল কমিশনে পৌঁছাতে সাধারণত তিন-সাড়ে তিন ঘণ্টা বা চার ঘণ্টা সময় লাগবে। তবে যেসব রিটার্নিং কর্মকর্তার অধীনে প্রবাসী ভোটের কেন্দ্র রয়েছে, সেখানে গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে।

তিনি ব্যাখ্যা করেন, প্রবাসী ভোটের জন্য আলাদা ব্যালট পেপার ব্যবহার করা হয়েছে। এসব ব্যালট এ-ফোর সাইজের দুই পাশে ছাপা। ফলে প্রতিটি প্রতীকের স্ক্যানিং করতে হবে। এতে সময় বেশি লাগবে।

আরও পড়ুন <<>> রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৮১১ মামলা

তিনি আরও বলেন, কোনো কোনো আসনে শতাধিক ভোটকেন্দ্র থাকলেও পুরো আসনের পোস্টাল ব্যালট গণনার জন্য একটি কেন্দ্র নির্ধারিত থাকবে। সেখানে সব পোস্টাল ব্যালট স্ক্যান ও গণনা করতে হবে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, ফেনী-৩ আসনে ১৬ হাজারের বেশি পোস্টাল ব্যালট থাকায় সেখানে গণনায় সময় বেশি লাগবে।

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ৩০০ সংসদীয় আসনের জন্য ৩০০টি ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসব কমিটি, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে জানাতে হবে। নির্বাচন কমিশনকে কপি দিলে বিষয়টি পর্যবেক্ষণ ও অনুসরণ করা হবে।

তিনি বলেন, কমিশনের কার্যক্রম সব সময় দৃশ্যমান নাও হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়