Apan Desh | আপন দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৩, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫৪, ১৮ জানুয়ারি ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার নির্দেশ

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এবার দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদরাসা পর্যায়ে গণভোট নিয়ে ব্যাপক প্রচারণার নির্দেশনা দেয়া হয়েছে। এতে হ্যাঁ ভোটে গুরুত্বারোপ করতে বলা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সাথে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবর্তনের জন্য 'হ্যাঁ' শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ, মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে গণভোটের ওপর নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান রিলিজ, বিশ্ববিদ্যালয়-কলেজ ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানো হবে বলে জানানো হয়। 

আরও পড়ুন<<>>সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। 

তিনি আরও বলেন–একটি মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে 'হ্যাঁ' তে রায়ের কোনো বিকল্প নেই।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, ইউজিসি সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষাপ্রতিষ্ঠানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার নির্দেশ দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান তিন কারণে নির্বাচন কমিশনে অবস্থান ছাত্রদলের শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল নির্বাচন কমিশনে চলছে শেষ দিনের আপিল শুনানি ৩ দিন যেসব এলাকায় ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না বাংলাদেশের সঙ্গে গ্রুপ পাল্টাতে রাজি না আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড দখলে বাঁধা, আট দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের