Apan Desh | আপন দেশ

ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৩৭, ২ জানুয়ারি ২০২৬

ফের শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

ছবি: আপন দেশ

জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফের রাজধানীর শাহবাগে অবরোধ করেছে সংগঠনটি। 

শুক্রবার (০২ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ অবরোধ করেন। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এখানে আসেন।

বেলা সাড়ে ৫টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।

এ কারণে শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে পাশের সংযোগ সড়কগুলো দিয়ে যান চলাচল অব্যাহত রয়েছে। 
অবরোধে উপস্থিত রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি শরিফ ওসমান হাদীর বিচার চেয়ে বিভিন্ন স্লোগান তুলছেন।

ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবী ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে দুই সন্ত্রাসী। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

গুলি করার পর শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী  আলমগীর শেখ ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।

ওসমান হাদীর রাজনৈতিক সতীর্থদের অভিযোগ, এ হত্যাকাণ্ডে পতিত শক্তি আওয়ামী লীগের হাত আছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়