Apan Desh | আপন দেশ

সীমান্ত সমস্যা সমাধানে যে তথ্য জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৫

সীমান্ত সমস্যা সমাধানে যে তথ্য জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : আপন দেশ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে, সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। সীমান্তে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে।’

আরও পড়ুন : ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে, আর কতদিন এমন থাকবে?

এসময় বিজিবির উদ্দেশে সীমান্তের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা । তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন উৎসবমুখর করা বিজিবির বড় দায়িত্ব। বিজিবি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা করছি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়