Apan Desh | আপন দেশ

প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৬, ১৭ ডিসেম্বর ২০২৫

প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

ছবি : আপন দেশ

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনাস্থলে যাচ্ছে আরও ৩টি ইউনিট।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় চেয়ারম্যানঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন<<>>ভারতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

তিনি জানান, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ৬টি ইউনিট।

ডিউটি অফিসার বলেন, সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়