Apan Desh | আপন দেশ

মিরপুর অগ্নিকাণ্ডে নিহত ৭ মরদেহ শনাক্তের দাবি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৩৭, ১৫ অক্টোবর ২০২৫

মিরপুর অগ্নিকাণ্ডে নিহত ৭ মরদেহ শনাক্তের দাবি 

ছবি : আপন দেশ

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মধ্যে সাতজনের মরদেহ শনাক্তের দাবি করেছেন স্বজনরা। পুলিশ জানিয়েছে, শনাক্ত মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, এ পর্যন্ত সাতটি মরদেহের দাবিদার পাওয়া গেছে এবং আরও স্বজন লাশ শনাক্তের জন্য আসছেন। ময়নাতদন্তের সময় মরদেহের পাশাপাশি স্বজনদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হবে। এরপর যেগুলো নিশ্চিতভাবে শনাক্ত হবে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, মঙ্গলবার রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ সংগ্রহের পর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মিরপুরে রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনের ১৬ জনের মৃতদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছি। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং ৭ জন নারী। মরদেহগুলো আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে যে শনাক্ত করাটা খুব কঠিন।

আরও পড়ুন<<>>অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা সহায়তার ঘোষণা বিএনপির

তিনি বলেন, এখন পর্যন্ত ১০ জন দাবি করেছেন, তারা তাদের আত্মীয়-স্বজনকে শনাক্ত করতে পেরেছে। তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে মরদেহ হস্তান্তর করতে চাচ্ছেন না।

তিনি আরও বলেন, এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা মরদেহের দাবিদার হয়েছেন তাদের কাছে হস্তান্তরের জন্য সবার ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। যেসব মরদেহের দাবি কেউ করবে না, সেগুলো কয়েকদিন রাখা হবে। এরপর সেগুলো হয়ত আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হতে পারে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মিরপুর থানা পুলিশ এটা নিয়ে কাজ করছে। পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, উনারা দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব যারা দাবি করছেন মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের ওই কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়। এতে আরও তিনজন ধোঁয়ায় অচেতন হয়ে অসুস্থ হন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়