
ছবি : আপন দেশ
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর আহবায়ক নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহযোগীতা করবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক নিহতদের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবেন।
এছাড়াও ক্ষমতায় আসলে অগ্নি নির্বাপনে বিএনপি সোচ্চার থাকবে বিশেষ করে আবাসিক এলাকায় শিল্পায়নসহ সমন্বয়হীনতার ঘাটতি পূরণে কাজ করবে বিএনপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২ টায় মিরপুরের অগ্নিকান্ডের ঘটনাস্হল পরিদর্শনকালে এসব কথা বলেন রিজভী।
এ সময় অগ্নিকাণ্ডের ঘটনার বারবার পূনরাবৃত্তি হওয়াতে অন্তর্বর্তী সরকারকে সঠিক এবং সুষ্ঠু তদন্ত করার জোরালো আহবান জানান তিনি।
রিজভী বলেন, রাসায়নিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা হৃদয় বিদারক। সারাদিন বিভিন্ন মাধ্যমে দেখছি। নতুন করে বলার কিছু নাই। বারবার পুনরাবৃত্তি ঘটছে, এরকম ঘটনা যাতে আর না হয়।
আরও পড়ুন<<>>‘ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে, এটা প্রতারণা’
তিনি বলেন, আজ যারা গণতান্ত্রিক সরকার যাদের প্রতি সমর্থন রয়েছে। এ জাতির বুকের ওপর চেপে বসেছিল তাদের কথা আলাদা। তারা ত নাই এখন। তাহলে মানুষ কেন অকালে ঝড়ে যাবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের বিচার দাবী করছি।
রিজভী বলেন, তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। হতাহতের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। সরকারের প্রতি আহবান করছি আর কত দিন কেমিকেল কারখানা, বিভিম্ন প্লাজায় কোনো অবহেলায় যাতে কারো প্রাণ না যায়। যারা আহত তাদের দ্রুত সুস্হতা কামনা করছি। যারা নিহত তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। সরকার একটি বড় প্রতিষ্ঠান, জনস্বার্থ মূলক। আবাসিক এলাকায় এমন কারখানা কেন থাকবে? এগুলোর নজরদারি করার দরকার ছিল।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটে। আরও কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।