Apan Desh | আপন দেশ

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪০, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ 

ছবি : আপন দেশ

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের মোট ২৫৬টি কেন্দ্রে একযোগে শুরু হবে। এমসিকিউভিত্তিক এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ নির্ধারিত সময়ের পর কোনোভাবেই কাউকে হলে ঢুকতে দেয়া হবে না। পরীক্ষার কেন্দ্র ও কক্ষ নম্বর আগেই পরীক্ষার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। 

হলে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। প্রবেশপত্রে থাকা ছবি ও তথ্যের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি তালিকায় থাকা ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। কোনো ধরনের গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন<<>>এয়ার অ্যাম্বুলেন্সে নিজ বাড়িতে নেয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ

পরীক্ষায় প্রশ্নপত্র ও উত্তরপত্রের চারটি সেট থাকবে। পরীক্ষার্থীদের যে সেট নম্বরের উত্তরপত্র দেয়া হবে, সে সেট নম্বরের প্রশ্নপত্রই হাতে দেয়া হবে। মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেয়া হবে। তবে ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা এবং এ সময়ের মধ্যে কেউ পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবে না।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে তা পিএসসির ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করে নেয়া যাবে। পরীক্ষাকেন্দ্রে বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, হাতঘড়ি, গহনা বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। কেউ এসব নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে, কিংবা নকলচেষ্টার সঙ্গে জড়িত থাকলে, তার প্রার্থিতা বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখকের ব্যবস্থা থাকবে এবং তাদের প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে। অন্য যেকোনো ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থী প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৫ মিনিট সময় পাবে। কমিশন সকল পরীক্ষার্থীকে নির্ধারিত নির্দেশনা মেনে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহবান জানিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়