Apan Desh | আপন দেশ

এয়ার অ্যাম্বুলেন্সে নিজ বাড়িতে নেয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ

খুবি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

এয়ার অ্যাম্বুলেন্সে নিজ বাড়িতে নেয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ

ছবি: আপন দেশ

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মরদেহে তার গ্রামের বাড়ি গাইবান্ধায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ গাইবান্ধায় পাঠানো হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও জেলা প্রশাসনসহ ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সদস্যরা।

মরদেহ প্রেরণকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান,  শিক্ষার্থী রনজিত রায়, খাগড়াছড়ি রিজিয়নের জিটু মেজর কাজী মোস্তফা আরেফিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>সাজেকে গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত

নিহত রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, বুধবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা সফরে যাওয়ার পথে সাজেকের হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী চাঁন্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় এক শিক্ষকসহ আরও ১২ শিক্ষার্থী আহত হন। স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

পরে গুরুতর আহতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়