Apan Desh | আপন দেশ

জুলাই সনদ বাস্তবায়নের দিনক্ষণ জানালেন আলী রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নের দিনক্ষণ জানালেন আলী রিয়াজ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের দিনক্ষণ নির্ধারণ আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত করতে চায় কমিশন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

তবে ওই সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ০২ অক্টোবরের পরেও গড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরুর সময় এসব কথা জানান আলী রীয়াজ।

আরওপড়ুন<<>>২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আশা প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, রাজনৈতিক দলগুলো দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে একমত হতে পারবে। তিনি আরও উল্লেখ করেন, গণভোট ও সাংবিধানিক আদেশ—এ দুটি বিষয়ে ভিন্নমত থাকলেও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন এবং ০২ অক্টোবর দেশে ফিরবেন। এরমধ্যেই কমিশন সমঝোতার কাঠামো চূড়ান্ত করার চেষ্টা চালাবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়