 
										ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে এ ডিগ্রি দেয়া হয়।
শুক্রবার (৩০ মে) টোকিওতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা দেয় সোকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে মাইক্রোক্রেডিটের ধারণা প্রচলন ও সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়নের যে বৈপ্লবিক চিন্তা তিনি তুলে ধরেছেন, তা সারা বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
আরওপড়ুন<><>>বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান
সোকা বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব ব্যবস্থাকে কেবল মুনাফাভিত্তিক কাঠামোতে পরিচালিত করা চলবে না। বরং এমন এক সমাজ গড়তে হবে, যেখানে মানুষের সৃজনশীলতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ হবে উন্নয়নের চালিকাশক্তি।
এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দেয় জাপান।
আপন দেশ/এমএইচ
 
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































