
প্রতীকী ছবি
রাজধানীর উত্তরায় ডিউটি শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কায় কেএম মনসুর আলী (৪৫) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।
রোববার (১৮ মে) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।
আরওপড়ুন<<>>শেখ হাসিনার অবৈধ সম্পদের সন্ধানে দুদক
এর আগে শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান মির্জা জানান, হজক্যাম্পে ডিউটি শেষে মোটরসাইকেলে থানায় ফেরার পথে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মারা যান মুনসুর। পল্লবী হাজি মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। দুই সন্তানের জনক ছিলেন মনসুর। তার স্ত্রী শিল্পি খাতুনও এসআই পদে গুলশান থানায় কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি পাবনা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।