Apan Desh | আপন দেশ

যে কারণে বাতিল হবে পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৫০, ২৭ জানুয়ারি ২০২৬

যে কারণে বাতিল হবে পোস্টাল ব্যালট

ছবি : আপন দেশ

ভোট দেয়ার পর ঘোষণাপত্র, ভোটারের স্বাক্ষর সংযুক্ত না থাকলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট বাতিল হবে। এছাড়া আরও সাতটি নির্দিষ্ট কারণে পোস্টাল ব্যালট অবৈধ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি ইতোমধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, বৈধ পোস্টাল ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ ও ‘না’ এ দুই ভাগে আলাদা করে গণনা করতে হবে।

তবে ইস্যুকৃত পোস্টাল ব্যালট নিম্নোক্ত অবস্থায় কোনো প্রার্থীর পক্ষে গণনায় অন্তর্ভুক্ত করা যাবে না। যেমন:

(ক) খামের ভেতরে ঘোষণাপত্র না থাকলে ব্যালট বাতিল হবে।
(খ) ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলেও তা গ্রহণযোগ্য হবে না।
(গ) একাধিক প্রতীকে টিক বা ক্রস দেয়া হলে ব্যালট অবৈধ হবে।
(ঘ) কোনো প্রতীকে টিক বা ক্রস না থাকলে সেটিও বাতিল হবে।
(ঙ) এমনভাবে চিহ্ন দেয়া হলে, যাতে ভোটটি কার পক্ষে দেয়া হয়েছে তা স্পষ্ট না হয়, সে ব্যালট গণনা হবে না।
(চ) প্রবাসী ভোটারদের (OCV) ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে চিহ্ন থাকলে ব্যালট বাতিল হবে।
(ছ) এছাড়া টিক বা ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন দেয়া হলেও ব্যালট অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গণনার সময় যেসব ব্যালট উপযুক্ত কারণে অবৈধ বা বাতিল হিসেবে চিহ্নিত হবে, সেগুলো একত্রে নির্ধারিত খামে রাখতে হবে। খামের ওপর বাতিল ব্যালটের সংখ্যা উল্লেখ করতে হবে। পাশাপাশি ফলাফল বিবরণীর নির্ধারিত অংশে মোট বাতিল ব্যালটের সংখ্যা লিপিবদ্ধ করতে হবে।

আরও পড়ুন <<>> তামাক নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্ব নিতে হবে : ফরিদা আখতার

কোনো আসনের পোস্টাল ব্যালট গণনা শুরুর আগে যদি তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছায়, তবে সে ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।

এছাড়া আদালতের আদেশে যদি কোনো নির্বাচনী আসনের প্রার্থীতালিকায় পরিবর্তন আসে, সে ক্ষেত্রে ওই আসনের পোস্টাল ব্যালট গণনার প্রয়োজন হবে না। এখানে ‘যথাসময়’ বলতে ভোটগ্রহণের দিনসহ আগের চার দিন, মোট পাঁচ দিনকে বোঝানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিউআর কোড ডুপ্লিকেট হওয়া বা ভোটার পোস্টাল ব্যালট পাওয়ার পর খামের কিউআর কোড স্ক্যান না করায় যেসব ব্যালট বাতিল হবে, সেগুলো আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি এসব ব্যালটের হিসাব প্রকাশ করতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, কয়েদি এবং প্রবাসীদের মধ্যে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়