Apan Desh | আপন দেশ

‘ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ১২ মে ২০২৫

‘ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ’

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

ঈদের আগে তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। বলেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঈদের ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে পশুর হাট বসানো হবে। পাশাপাশি তা কঠোরভাবে মনিটরিংও করা হবে।

আরওপড়ুন<<>>হাসিনার একনায়কতন্ত্রই আ.লীগের পতন

এ উপদেষ্টা বলেন, যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না নেয়া হয়, কঠোরভাবে মনিটরিং করা হবে। চাঁদাবাজি রোধে সর্বাত্মক চেষ্টা করা হবে। দুর্ঘটনা যাতে না হয়, সেজন্য পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে বলেও জানান তিনি।

রেলের অতিরিক্ত কোচ ও সার্ভিস দেয়া হবে জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গত রোজার ঈদের মতো দুর্ঘটনামুক্ত যাতে করতে পারি সেজন্য কাজ চলছে।

ছিনতাই রুখতে পশুর হাটের পাশেই যাতে বুথ হয়, সেজন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে বলে জানান এ উপদেষ্টা। তিনি বলেন, সামগ্রিকভাবে যাত্রী ও পশুর যাতায়াত যাতে নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত হয় তার জন্য চেষ্টা করা হচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়