Apan Desh | আপন দেশ

‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১১ মে ২০২৫

আপডেট: ১৬:৪৯, ১১ মে ২০২৫

‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিআইজি রেজাউল করিম মল্লিক

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সক্ষমতা পুলিশের আছে। বলেছেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, আমার অধীনে এসপি-ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের কর্মকান্ড আপনার এলাকায় চলবে না।

রোববার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ ডিআইজি। এ সময় রেঞ্জের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি রেজাউল বলেন, ঢাকা রেঞ্জের প্রত্যেকটি থানা হবে ভুক্তভোগীদের প্রথম ভরসাস্থল। রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার ৯৮টি থানার মানুষ যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসতে পারবেন।

আরওপড়ুন<<>>‘আমরা কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না’

তিনি বলেন, সাধারণ মানুষ যেন সুবিচার পান, সেটি সেটি নিশ্চিত করা হবে। এমনকি ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন—তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

তিনি আরও জানান, টক টু ডিআইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু করা হবে। এ অ্যাপসের মাধ্যমে যেকোন তথ্য দেয়া ও ডিআইজির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। এক্ষেত্রে তথ্যদাতার নাম গোপন থাকবে।

গণঅভ্যুত্থানে দায়ের করা সব মামলা নিবিড়ভাবে মনিটরিংয়র জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে বলেও জানিয়েছেন নবনিযুক্ত এ ডিআইজি। থানাগুলোর কাজ সঠিকভাবে পরিচালনার জন্য তিনি ঢাকা রেঞ্জের সাধারণ জনগণকে পাশে থাকার আহবান জানিয়েছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়