
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি
২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগটি দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঢাকায় চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হয়। তদন্ত শেষে আজ আনুষ্ঠানিকভাবে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। তবে মামলার বিস্তারিত অভিযোগ ও আসামিদের নাম আদালতে উপস্থাপনের পরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।