Apan Desh | আপন দেশ

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ২৬ জুন ২০২৫

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হতে পারে আজ। ইতিমধ্যেই প্রসিকিউশনের হাতে জমা দেয়া হয়েছে। এতে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। বৃহস্পতিবার (২৬ জুন) ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে
 
এর আগে রোববার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী ১৪ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হযেছিল। তবে তার আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।
 
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। ২ মার্চ মামলাটি করা হয়।
 
ওই সময় আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশে। বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন? জানতে চাইলে ওই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
 
উল্লেখ্য, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে  গতবছরের  এ দিনটিতে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!