Apan Desh | আপন দেশ

আরও দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪২, ৩০ জানুয়ারি ২০২৬

আরও দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি

ছবি: সংগৃহীত

দলীয় নীতি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী জেলার সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক ভিপি মফিজুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

আরও পড়ুন <<>> আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও ২৭ জন নেতাকে বহিষ্কারের কথা জানায় বিএনপি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়