Apan Desh | আপন দেশ

হোটেলে অসামাজিক কার্যকলাপ, একাধিক তরুণী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৫, ২ মে ২০২৫

হোটেলে অসামাজিক কার্যকলাপ, একাধিক তরুণী আটক

ছবি : আপন দেশ

রাজধানীর উত্তরায় গ্র্যান্ড ইন নামে একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বেশ কয়েকজন তরুণীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (০১ মে) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপ চলছে। এরপর রাতে অভিযান পরিচালনা করি। অভিযানে এসব অভিযোগের সত্যতা মেলে।

তিনি বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অভিযান এখনো চলমান। অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়