
ছবি সংগৃহীত
দুই বছর হতে চলল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। চলমান এ সংঘাতে আরও এক ইসরায়েলি সেনা (আইডিএফ) রিজার্ভ সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানায়, নিহত সার্জেন্ট ফার্স্ট ক্লাস এরিয়েল লুবলিনার (৩৪) গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মারা যাওয়া ৯০০তম ইসরায়েলি সেনা।
শনিবার (৩০ আগস্ট) খান ইউনিস এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সহযোদ্ধার বন্দুক থেকে দুর্ঘটনাবশত ছোড়া গুলিতেই তার মৃত্যু হয়েছে।
লুবলিনার উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের বাসিন্দা ছিলেন। প্রায় এক দশক আগে ব্রাজিল থেকে ইসরায়েলে অভিবাসন গ্রহণ করেছিলেন। তার স্ত্রী বারবারা এবং নয় মাস বয়সী সন্তান রয়েছে।
আরও পড়ুন<<>>গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু
হিব্রু গণমাধ্যম জানায়, রোববার (৩১ আগস্ট) তার রিজার্ভ দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল। এরপর পরিবার নিয়ে ব্রাজিল সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। গত জুন থেকে তিনি এ দফায় দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে, গাজায় স্থল অভিযান ও সীমান্তে সামরিক অভিযানের পর থেকে ইসরায়েলের ৯০০ সেনা নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার রাতে উত্তর গাজার জায়তুন এলাকায় সাঁজোয়া যানবাহনে বোমা বিস্ফোরণে সাতজন সেনা আহত হন। বিস্ফোরণে গুরুতর আহত একজনকে হাসপাতালে রাখা হয়েছে, বাকিদের চিকিৎসা শেষে ছাড়িয়ে দেয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।