Apan Desh | আপন দেশ

গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৯:১২, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ০৯:১৩, ৩১ আগস্ট ২০২৫

গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু

ছবি সংগৃহীত

ইসরায়েলি সরকারের বর্বরতায় মৃত্যুপুরীতে পরিনত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। দখলদার বাহিনীর অপতৎপরতায় সেখানে দূর্ভিক্ষ বিরাজ করছে। অপুষ্টি আর অনাহারে মৃত্যুর মিছিল বাড়ছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় অনাহারে আরও ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে তিনিটিই শিশু। একই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে ৪৭ জন উত্তর গাজা সিটির, দখলদার সেনাবাহিনী শহরটি দখল করে সেখানে বসবাসকারী প্রায় দশ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করার অভিযান তীব্রতর করেছে।

শনিবার ত্রাণের জন্য লাইনে দাঁড়ানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ১১ ফিলিস্তিনি এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গত ২৪ ঘন্টার মধ্যে আরও ১০ জন অপুষ্টিতে মারা গেছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে মৃতের সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১২৪ জন শিশু।

বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) অনুসারে, গাজা উপত্যকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিস গভর্নরেটে তা বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন<<>>‘ভারতের স্থায়ী বন্ধু-শত্রু নেই, সবার আগে দেশের স্বার্থ’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে ৫৪ জন অনাহারে মারা গেছেন, যার মধ্যে নয়জন শিশু। 

আইপিসি জানিয়েছে, ২২ মাসের অব্যাহত আগ্রাসনে গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার, দারিদ্র্য এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে। আরও ১০ লাখেরও বেশি মানুষ,যা গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি - তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার জরুরি স্তরের মুখোমুখি হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে চলা সামরিক অভিযানে গাজায় ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় দুবছর ধরে চলা সামরিক অভিযানের ফলে ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে। 

এর আগে গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

উপত্যকাটিতে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়