Apan Desh | আপন দেশ

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান-কর্মকর্তাদের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ১৮ আগস্ট ২০২৫

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান-কর্মকর্তাদের নামে মামলা

সংগৃহীত ছবি

এক্সিম ব্যাংকের সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতির মাধ্যমে ৮৫৭ কোটি টাকারও বেশি ঋণ আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে। এ বিপুল পরিমাণ অর্থের ঋণ অনুমোদন ও আত্মসাতের ঘটনায় ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা জড়িত। এ তথ্য উঠে এসেছে দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

রোববার (১৭ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ও বর্তমান একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামিরা হলেন, জরুল ইসলাম মজুমদার—এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান, নাসরিন ইসলাম—নজরুল ইসলামের স্ত্রী এবং সাবেক পরিচালক, মো. নজরুল ইসলাম স্বপন—বর্তমান চেয়ারম্যান, মোজাম্মেল হোসাইন—ঋণগ্রহীতা এবং মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক।

আরও পড়ুন>>>শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

এছাড়াও, সাবেক একাধিক ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, ভাইস প্রেসিডেন্ট, নির্বাহী ও শাখা ব্যবস্থাপকসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা থেকে মোজাম্মেল হোসাইন বিভিন্ন অনিয়ম ও প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকার ঋণ গ্রহণ করেন। এ ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ঋণ নীতি ও ব্যাংকিং আইন লঙ্ঘন করে তাকে সহায়তা করেন। তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে এ বিশাল অঙ্কের ঋণ অনুমোদন দেন।

দুদকের তদন্ত অনুযায়ী, এ ঋণ পরবর্তীতে খেলাপি হয়ে যায়। এর ফলে ব্যাংকটি ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়। এমন ঘটনা দেশের আর্থিক খাতে বিরূপ প্রভাব ফেলছে ও সরকারের আর্থিক ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি করছে।

আত্মসাতের পরিমাণ:মোট আত্মসাতের পরিমাণ: ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র) ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা (অসদাচরণ ও প্রতারণা) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। 

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়