Apan Desh | আপন দেশ

বিএফআইইউ প্রধানের অপকর্ম তদন্তে চার সদস্যের কমিটি, সময় সাতদিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৫৭, ২০ আগস্ট ২০২৫

বিএফআইইউ প্রধানের অপকর্ম তদন্তে চার সদস্যের কমিটি, সময় সাতদিন

.

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে চার সদস্যরে তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। আগামী সাত দিনের মধ্যে কমিটির তদন্ত রিপোর্ট দাখিল করবে। এর ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) বিকেলে এফআইডি সচিব নাজমা মোবারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>বাংলাদেশ ব্যাংকের তিন কার্যালয় ছিল এস আলমের!

এর আগে নাজমা মোবারেক বলেন, বাংলাদেশ ব্যাংকের চিঠির প্রেক্ষিতে আমরা আজকেই বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। কী ব্যবস্থা নেয়া হচ্ছে, তা আপনারা কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানতে পারবেন। এর কিছুক্ষণ পরেই ৫৩,০০,০০০০,৩১১,১১,০০৫,১৮-৩৬২ নম্বর স্মারকে চিঠি ইস্যু করা হয়।

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান। তবে এ নির্দেশনার পরও শাহীনুল ইসলাম বুধবার যথারীতি অফিস করেছেন।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানান, বিএফআইইউ প্রধানকে সরকার নিয়োগ দেয়। তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার এখতিয়ারও একমাত্র সরকারের, এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের।

আরও পড়ুন<<>>সিটি ব্যাংক এমডি মুজিববাদী মাসরুর আরেফিন এখন ব্যাংকখাতের ভয়

কর্মকর্তারা আরও জানান, যে আইনে বিএফআইইউ প্রধানকে নিয়োগ দেয়া হয়েছে, সে আইনে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কোনো বিধান নেই। সরকার চাইলে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), বরখাস্ত বা চাকরিচ্যুত করতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বা গভর্নর সরাসরি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক শুধু সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারে। সে সুপারিশের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে।

তদন্ত কমিটিতে যারা
চার সদস্যের কমিটিতে আহবায়ক করা হয়েছে- অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবকে। সদস্যসচিব করা হয়েছে একই বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলামকে। কমিটির দুই সদস্য হলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও আইসিটি-২ শাখার পরিচালক মো. মতিউর রহমান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়