
কেশব মহারাজ
ওয়ানডে র্যাংকিংয়ে আবারও শীর্ষ স্থান ফিরে পেলেন দক্ষিণ অফ্রিকার বাহতি স্পিনার কেশব মহারাজ। দীর্ঘ ২১ মাস পর ফিরে পেলেন নিজের হারানো স্থান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে এ চিত্র। আইসিসিরি র্যাঙ্কিংয়ে মহারাজের বর্তমান রেটিং পয়েন্ট ৬৮৭।
এ তালিকায় শ্রীলংকার মাহিশ থিকশানা (৬৭১) ও ভারতের কুলদিপ যাদবকে (৬৫০) টপকে গেলেন প্রোটিয়া স্পিনার মহারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেয়ার পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলেছে র্যাংকিংয়ে।
আরওপড়ুন<<>>আমরা রোষানলে পড়েছি : দল থেকে বাদ পড়ে মিমো
কেয়ার্নসে মঙ্গলবার (১৯ আগস্ট) সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে এক মেডেনে ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। আর তাতেই অজিদের হারিয়ে ম্যাচ জিতে নেয় দক্ষিণ অফ্রিকা। ওয়ানডেতে এবারই প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন কেশব মহারাজ।
অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডির উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
উল্ল্যেখ, ২০২৩ সালের নভেম্বরে প্রোটিয়া বাহাতি স্পিনার কেশব মহারাজ তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। তখন তার ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট ছিল ৭৪১।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।