Apan Desh | আপন দেশ

শ্রদ্ধা-ভালোবাসায় প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মরণ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ২০ আগস্ট ২০২৫

শ্রদ্ধা-ভালোবাসায় প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মরণ

ছবি: আপন দেশ

বাংলা ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃত আবদুল হামিদসহ প্রয়াত নয় জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকারদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এ দোয়া ও স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের (বিএসসিএ) সদস্যরা। 

সভায় সভাপতিত্ব করেন বিএসসিএ’র সভাপতি ডা. অনুপম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক ও যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি।

প্রধান আলোচক হিসেবে প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মরণ করেন বিএসসিএ’র প্রধান উপদেষ্টা ও জীবন্ত কিংবদন্তী ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ। এছাড়া স্মরণসভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ক্রীড়া লেখক মো. ইকরামুজ্জামান, সৈয়দ মাজহারুল পারভেজ, রাকিবুর রহমান, ক্রীড়া সংগঠক মো. আনিসুর রহমানসহ অনেকে।

আরওপড়ুন<<>>এশিয়া কাপের দলে জায়গা পাচ্ছেন সোহান! 

অনুষ্ঠানে ক্রীড়া ভাষ্যকারদের আত্মীয়, বিশিষ্ট ক্রীড়াবীদ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক, অ্যাসোসিয়েশনের সদস্য ও নবীন ক্রীড়া ভাষ্যকাররা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশে যারা ধারাভাষ্য শিল্পকে মর্যাদার আসনে নিয়ে গেছেন এবং তরুণ প্রজন্মকে পথ দেখিয়েছেন এমন নয় প্রয়্যাত ক্রীড়া ভাষ্যকার হলেন- আবদুল হামিদ, আতাউল হক মল্লিক, বদরুল হুদা চৌধুরী, খোদা বকস মৃধা, মোহাম্মদ মুসা, মোহাম্মদ শাহজাহান, মনজুর হাসান মিন্টু, নূর আহমেদ এবং তৌফিক আজিজ খাঁন। 

বিএসিএ’র সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায়  স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সামসুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য দেন, ক্রীড়া ভাষ্যকার শামসুল আলম প্রিন্স, কাজল সরকার, পলাশ খাঁন,  প্রয়াতদের পরিবারের সদস্যরা, ক্রীড়া পরিবারের বিশিষ্টজন, ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংগঠক প্রমুখ। 

বক্তারা ক্রীড়া ধারাভাষ্যের মান সমুন্নত রেখে তাদের সম্মান এবং সম্মানী বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনা এবং স্টেডিয়ামের প্রেস বক্স/কমেন্ট্রি বক্স এসব গুণী ব্যক্তিদের নামে নামকরণ করারও দাবি জানান। শেষে প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা