Apan Desh | আপন দেশ

৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ১৯ আগস্ট ২০২৫

৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

আইন লঙ্ঘন ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় অবস্থানসহ নানা কারণে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া তথ্য অনুযায়ী, ভিসা বাতিল করা শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশের অপরাধ হলো- হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদে সমর্থন।

এ পদক্ষেপ এমন এক সময়ে নেয়া হলো যখন ট্রাম্প প্রশাসন অভিবাসন ও বিদেশি শিক্ষার্থীদের ওপর কঠোর দমননীতি অব্যাহত রেখেছে।

যদিও দেশটির পররাষ্ট্র দফতর স্পষ্ট করেনি তারা ‘সন্ত্রাসবাদে সমর্থন’ বলতে কী বোঝাচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছিলেন। প্রশাসনের দাবি, এসব কর্মকাণ্ড অ্যান্টি- সিমেটিক কিংবা ‘ইহুদি-বিরোধী আচরণ’ প্রকাশ করে।

৬ হাজার ভিসার মধ্যে প্রায় ৪ হাজার ভিসা আইন ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে। আরও ২শ’ থেকে ৩শ’ ভিসা বাতিল করা হয়েছে আইএনএ-৩বি ধারা অনুযায়ী, যেখানে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ বলতে মানুষের জীবন বিপন্ন করা বা মার্কিন আইনের লঙ্ঘনকে বোঝানো হয়েছে।

আরওপড়ুন<<>>‘শান্তির জন্য রাশিয়া-ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হবে’

এ বছরের শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করে ট্রাম্প প্রশাসন। পরে জুন মাসে সাক্ষাৎকার চালু হলে জানানো হয়, সব আবেদনকারীকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট প্রকাশ করতে হবে। এর মাধ্যমে কর্মকর্তারা খুঁজবেন—মার্কিন নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা মূলনীতির প্রতি কোনো বৈরী মনোভাব আছে কি না।

অফিসারদের আরও নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন এমন আবেদনকারীদের চিহ্নিত করেন। যারা বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন বা সহায়তা করে কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে কিংবা বেআইনি ইহুদি-বিরোধী হয়রানি বা সহিংসতায় জড়িত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মে মাসে আইনপ্রণেতাদের বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে। তিনি আরও বলেন, শেষ সংখ্যা আমার জানা নেই, তবে সামনে আরও অনেক করতে হবে। যারা অতিথি হিসেবে এসেছে অথচ আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করছে, তাদের ভিসা বাতিল আমরা অব্যাহত রাখব।

তবে ডেমোক্র্যাটরা এ পদক্ষেপের বিরোধিতা করেছে। তাদের মতে, শিক্ষার্থীদের ভিসা বাতিল করা যথাযথ আইনি প্রক্রিয়ার ওপর আঘাত।

ওপেন ডোর্সের তথ্যমতে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে বিশ্বের ২১০টিরও বেশি দেশ থেকে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়