
ছবি: সংগৃহীত
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে থিয়েটারের ৪১তম প্রযোজিত নাটক ‘বারামখানা’। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় নাটকটির ৪৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এতে লালনের জীবন প্রবাহ ও আখড়া কেন্দ্রিক বিদ্যমান পরিস্থিতি দেখানো হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। নাটকটিতে লালনের প্রধান শিষ্য শীতল সাঁই চরিত্রে অভিনয় করেছেন এরশাদ হাসান।
নাটকে নিজের চরিত্র নিয়ে এরশাদ বলেন, এটা আমার জন্য বড় সুযোগ এবং চ্যালেঞ্জ। ত্রপা মজুমদারের মতো বরণ্যে যখন আমাকে নিয়ে কাজ করেন তখন ভালো করার চ্যালেঞ্জটা এসে যায়। আমার ওপর ভরসা রাখায় আপুর প্রতি কৃতজ্ঞ।
আরওপড়ুন<<>>জবি নাট্যকলার হাত ধরে প্রথমবার দেশের মঞ্চে ‘তর্পন বাহকেরা’
পরবর্তীতে বিশ্ববরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের দৃষ্টিকেড়ে নিয়ে সরাসরি হয়ে গেলেন থিয়েটার নাট্যদলের দলীয় সদস্য ও নাট্যকর্মী। তারপর একের পর এক মঞ্চ ও টেলিভিশ নাটকের চরিত্র থেকে বিচিত্র চরিত্রে অভিনয় যাত্রা। ইতোমধ্যে মঞ্চে বিভিন্ন নাটকে তিনশত বারের অধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। এরশাদ যেমন একাধারে বেতার ও বিটিভিতে তালিকাভুক্ত অভিনয় শিল্পী, আবার তেমনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টিভি নাটকের নিয়মিত অভিনয় শিল্পী। অভিনয়ের জন্য ইতোমধ্যে বিভিন্ন নাট্যপদকসহ অর্জন করেছেন ট্র্যাব মিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৫।
বারামখানায় আরও অভিনয় করেছেন, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাওসার রাজীব, আবদুল্লাহ আল মামুন জুয়েল, রাশেদুল আওয়াল শাওন, ইসমত আরা, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক, সফিউর রহমান মানু, জোয়ারদার সাইফ, তানভীর হোসেন সামদানী, মোহাম্মদ আতিকুর রহমান, কল্যাণ চৌধুরী, আপন আহসান, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, কানিজ ফাতেমা সোনিয়া, তাহমিনা স্মৃতি প্রমুখ।
মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, পলাশ হেনড্রি সেন, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি, সংগীত পরিকল্পনায় কার্তিক এবং লাঠিখেলা পরিচালনায় সাইদুর রহমান লিপন। মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন খুরশীদ আলম।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।