Apan Desh | আপন দেশ

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ, সিটির এমডি এখনও বহাল

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৫৩, ১৭ আগস্ট ২০২৫

ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ, সিটির এমডি এখনও বহাল

শেখ মোহাম্মদ মারুফ ও সরুর আরেফিন

এবার ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। এর মধ্যে দিয়ে ঢাকা ব্যাংকের এমডি পদটি স্বৈরাচারের দোসরমুক্ত হলো বলে ব্যাংকটির কর্মকর্তাদের মন্তব্য। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পদত্যাগপত্র জমা দেন শেখ মারুফ। আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংকের ভেতরে চাপ বাড়তে থাকে। আওয়ামীপন্থি এই এমডিকে নিয়ে পরিচালনা পর্ষদে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্বউদ্যোগে পদত্যাগ করেন শেখ মারুফ।

আরও পড়ুন>>>সিটি ব্যাংক এমডি মুজিববাদী মাসরুর আরেফিন এখন ব্যাংকখাতের ভয়

গত বছরের অক্টোবর মাসে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন তিনি। এর আগে সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে থেকেই টানা তিন মেয়াদে সিটি ব্যাংকের এমডি হিসেবে আছেন মুজিববাদী ব্যাংকার মাসরুর আরেফিন। 

ব্যাংক সূত্র জানা গেছে, ব্যাংকটি পরিচালনা পর্ষদ, এমডি থেকে শুরু করে গুত্বপূর্ণ পদগুলো ছিল আওয়ামীপন্থি ব্যাংকারদের কব্জায়। শেখ হাসিনার পলায়নের পর তারা দূরত্ব বজায় রাখে। ওদিকে সক্রিয় হয়ে উঠেন প্রতিষ্ঠাকাল থেকে পরিচালকগণ। যারা গত ১৬ বছর ব্যাংকটির পেছনের সারিতে ছিলেন। 

তবে শেখ মোহাম্মদ মারুফের দাবি, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।

আরও পড়ুন>>>শাহজালাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ডলার কারসাজির অভিযোগ

এ প্রসঙ্গে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার (১৮ আগস্ট) পর্ষদ সভায় তার বিষয়ে সিদ্ধান্ত হবে।

টানা পদত্যাগে ব্যাংক খাতে স্বতি
চলতি মাসের শুরুতে এক সপ্তাহের মধ্যে তিন ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন। এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের এমডিকে আগে থেকেই ছুটিতে পাঠানো হয়েছিল। এ ছাড়া মেঘনা ও কমার্স ব্যাংকের এমডিও সরে দাঁড়ান। এর ফলে বেসরকারি ব্যাংক খাত দোসর মুক্ত হচ্ছে, স্বতি ফিরছে।

আরও পড়ুন>>>উচ্চ ‍মুনাফাতেও বঞ্চিত বিনিয়োগকারীরা, সিটি ব্যাংকের শেয়ার বিক্রিতে প্রাতিষ্ঠানিকরা

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো এমডি পদত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংককে তার কারণ অবহিত করতে হয়। এরপর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয়, পদত্যাগ কার্যকর হবে কি না। এর আগে পদত্যাগ করা কোনো এমডিকে আবার কাজে ফেরানো হয়েছে—এমন নজিরও আছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়