
মোহাম্মদ সালাহ
তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হয়েছেন মোহাম্মদ সালাহ। একমাত্র ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে তিনবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়লেন মিশরীয় এ তারকা।
সালাহর সঙ্গে বর্ষসেরা হওয়ার দৌড়ে আরও ছিলেন, নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেক্সজান্ডার আইজ্যাক, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, সালাহর ক্লাব সতীর্থ আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার, চেলসির ইংলিশ ফুটবলার কোল পালমার ও আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রিচ।
আরওপড়ুন<<>>ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
মঙ্গলবার (১৯ আগস্টে) ম্যানচেস্টারের অপেরা হাউজে সালাহর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ২০২৪-২৫ মৌসুমে এ ফরোয়ার্ড দারুণ খেলায় ‘প্রশেফনাল ফুটবলার অ্যাসোসিয়েশন’ (পিএফএ)-এর দেয়া এ পুরস্কার জিতেছেন। গত মৌসুমে তিনি ২৯ গোল করেছিলেন ও ১৮ গোলে সহায়তা দিয়েছিলেন।
এর আগে ২০১৭-১৮ ও ২০২১-২২ মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মিসরীয় তারকা সালাহ। পিএফএ-এর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মরগান রজার্স। ম্যানসিটিতে যোগ দেয়া গোলরক্ষক জেমস ট্রাফোর্ড চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলার হয়েছেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।