Apan Desh | আপন দেশ

রাবির নৃবিজ্ঞান বিভাগে ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল ফিয়েস্তার উদ্বোধন 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৪, ১৮ আগস্ট ২০২৫

রাবির নৃবিজ্ঞান বিভাগে ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল ফিয়েস্তার উদ্বোধন 

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল ফিয়েস্তার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান কাজী রবিউল আলম।

উদ্বোধনী ম্যাচে ২৫তম ব্যাচ ২৬তম ব্যাচের মুখোমুখি হয়। এভাবে টুর্নামেন্টে বিভাগের ৪টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ২৩তম ব্যাচের বিপক্ষে মাঠে নামে ২৪তম ব্যাচ। তৃতীয় ম্যাচে ২৪তম ব্যাচের বিপক্ষে মাঠে নামবে ২৬তম ব্যাচ।

চতুর্থ ম্যাচে ২৩তম ব্যাচের বিপক্ষে খেলবে ২৬তম ব্যাচ। পঞ্চম ম্যাচে ২৪তম ব্যাচের বিপক্ষে খেলবে ২৫তম ব্যাচ এবং ষষ্ঠ ম্যাচে ২৩তম ব্যাচের বিপক্ষে খেলবে ২৫তম ব্যাচ।

আরওপড়ুন<<>>ইবির অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন

বুধবার (২০ আগস্ট) ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে এবারের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল ফিয়েস্তার। খেলার আয়োজক বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান কাজী রবিউল আলম বলেন, আমরা মাঠে খেলোয়াড়দের কাছে খেলোয়াড় সুলভ আচরণ আশা করি। যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখব। আমরা কারও প্রতি হিংসা, রাগ, ক্ষোভের প্রকাশ না করে খেলার নিয়ম মেনে খেলব। আমরা যারা শিক্ষক ও শৃঙ্খলা কমিটিতে আছি তারাও এ বিষয়ে সচেতন থাকব। একটি সুন্দর উপভোগ ম্যাচের আশা রেখে আমি এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি।

উল্লেখ্য, খেলার উদ্বোধনী অনুষ্ঠানে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়