Apan Desh | আপন দেশ

রাবির ৭২তম ব্যাচের ক্লাস শুরু, নবীনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৯, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৪৮, ১৭ আগস্ট ২০২৫

রাবির ৭২তম ব্যাচের ক্লাস শুরু, নবীনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের (৭২তম ব্যাচ) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে স্ব স্ব বিভাগগুলো। এতে নবীনদের পদচারণায় মুখরিত হয়েছে মতিহারের সবুজ চত্বর।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকেই রঙ্গিন বেশে নবীন শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টায় বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে তাদের সঙ্গে অভিভাবকদেরও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীনদের সংখ্যা বাড়তে থাকে।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিদিনের চেয়ে একটু অন্যরকম সাজে ক্যাম্পাসে এসেছেন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। পরিচিতির মাধ্যমে বরণ করে নেন বিভাগের শিক্ষকরাও। এ যেন অন্য রকম এক উৎসব।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীনদের আগমনে নতুন রূপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় নতুন-পুরোনো শিক্ষার্থীদের আড্ডা ছিল লক্ষণীয়। তবে পুরাতনদের ছাপিয়ে ক্যাম্পাসে নতুনদের আগমন ছিল চোখে পড়ার মতো।

আরওপড়ুন<<>>রাবি ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নবীন বরণ অনুষ্ঠান শেষে সবাই যখন অ্যাকাডেমিক ভবন থেকে বেরিয়ে আসেন তখন যেন আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবার হাতে হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। অনেকে আবার বসে পড়েছেন আনন্দ আড্ডায়। প্রবীণদের কেউ কেউ আবার গান ধরেছেন মনের আনন্দে। ক্যাম্পাসের পুরোটায় এক আনন্দঘন পরিবেশে।

প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিচিতা বিনতে মালিক বলেন, নৃবিজ্ঞান হলো মানুষের বিজ্ঞান। এটি এমন একটি বিষয়, যেখানে মানুষকে ভেতর থেকে বোঝা যায়। এখানে মানুষের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ আছে। প্রথম দিন বিভাগে এসে একদম নতুন একটা অনুভূতি হয়েছে। এখানে নতুন বন্ধু, নতুন পরিবেশ আর শিক্ষকদের আন্তরিকতা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।

একই বিভাগের শিক্ষার্থী শুয়াইব হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ আমাদের জন্য অনেক আনন্দ আর উচ্ছ্বাসের। তবে এখানে আসার পথটা আমার জন্য সহজ ছিল না। ভর্তির শুরুটা ছিল বেশ কঠিন। প্রথমবার চান্স না পাওয়ায় ভীষণ হতাশায় পড়েছিলাম। সে হতাশা কাটিয়ে দ্বিতীয়বারের চেষ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। আজ এ ক্যাম্পাসে দাঁড়িয়ে মনে হচ্ছে, সব পরিশ্রম আর কষ্ট সার্থক হয়েছে।

এদিকে, নবীন শিক্ষার্থীরা কোনো ধরনের র‍্যাগিংয়ের শিকার হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান নবীনদের স্বাগত জানিয়ে বলেন, র‍্যাগিং আইনত দণ্ডনীয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। কেউ এতে জড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাইকে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানাচ্ছি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়