Apan Desh | আপন দেশ

মৌয়ের সঙ্গে কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ২১:১২, ২০ আগস্ট ২০২৫

মৌয়ের সঙ্গে কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

জাহিদ হাসান-সাদিয়া ইসলাম মৌ

শোবিজ অঙ্গণের জনপ্রিয় ও পরিচতি মুখ অভিনেতা জাহিদ হাসান ও মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ১৯৯৭ সালে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন এ জুটি। দাম্পত্য জীবনের দীর্ঘ ২৭ বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দুই সন্তানের জনক-জননী। তবে সাম্প্রতিক সময়ে নিজেদের ব্যবস্তা বেড়ে যাওয়ায় একসঙ্গে অনুষ্ঠানে দেখা যায় না বলে জানিয়েছেন জাহিদ হাসান।

সম্প্রতি এক পডকাস্টে মৌয়ের সঙ্গে দাম্পত্য জীবনে দূরত্ব এসেছে কিনা—এমন প্রশ্নের জবাবে জাহিদ হাসান বলেন, আমরা ভালো আছি। যদিও একসঙ্গে কোথাও আসলেই যাই না। কারণ আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি। যারা মন্তব্য করে, তারা হয়তো জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি। 

জনপ্রিয় এ অভিনেতা আরও বলেন, ভাইয়ের বিয়ের দিন আমার বিচ্ছু নাটকের শো ছিল বরিশালে। আমার জীবন এভাবেই শুরু হয়েছে। শুটিংয়ের জন্য শিডিউল আগে থেকে নিয়ে রাখা হয়। এর মধ্যে হঠাৎ দাওয়াত এসে পড়ে। তখন আর সে দাওয়াতে যাওয়া যায় না। আর এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই অনুষ্ঠানগুলোয় মৌ একাই যায়। সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।

আরওপড়ুন<<>>মেয়ে আইসিউতে, হাসপাতালে ভর্তি ছেলে-পরীমনি

নিজের সাবেক প্রেমিকার প্রসঙ্গও টেনে আনেন জাহিদ হাসান। তিনি জানান, বিষয়টি জানেন মৌ জানে এবং এ নিয়ে মাঝে মাঝে আমার সঙ্গে মজাও করে সে। তার ভাষায়, আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করে।

জহিদ আরও জানান, একদিন হঠাৎ মৌ আমাকে বলল, এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো। দেখি, তার হাতে অনেকগুলো চিঠি।

মৌয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে জাহিদ হাসানের সঙ্গে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল। সে অভিনেত্রীর সঙ্গে একসময় একাধিক নাটকে কাজ করলেও সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর একসঙ্গে কাজ করেননি। এখন দেখা হলেও কথাবার্তা হয় না।

ওই অভিনেত্রীকে নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে জাহিদ হাসান বলেন, তাকে নিয়ে কিছু বললে অশ্রদ্ধা করা হয়। সেটা করতে চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও খুব ভালো আছে। এটাই বড় কথা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়