
ছবি: সংগৃহীত
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে নতুন করে আরও ২৫ থেকে ৩০ হাজার সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া। গত বছর রাশিয়ায় ১০ হাজারের বেশি সেনা পাঠায় দেশটি।
ইউক্রেনের গোয়েন্দারা এমন তথ্য জানতে পেরেছেন। গোয়েন্দাদের দাবি, আগামী কয়েক মাসের মধ্যে উত্তর কোরিয়ার এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে।
গত বছরের নভেম্বরে ১১ হাজার উত্তর কোরীয় সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ায় যায়। তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে।
আরওপড়ুন<<>>ট্রাম্পের ওপর ক্ষিপ্ত হয়ে নতুন দল গঠনের হুশিয়ারি মাস্কের
এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে কুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এছাড়া অনেক সেনা মারাও যান।
পশ্চিমাদের তথ্য অনুযায়ী, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার ৪ হাজার সৈন্য হতাহতের শিকার হয়েছে। তবে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিয়ে পিয়ংইয়ং ও বেইজিং উভয়ই নিরবতা বজায় রেখেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের কাছে নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করেছে ইউক্রেন। এতে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেগুলো অক্ষুন্ন রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা।
আর এসব সৈন্যদের অস্ত্রেসস্ত্রে সজ্জিত করার সক্ষমতাও রাশিয়ার রয়েছে। সূত্র: সিএনএন
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।