ফাইল ছবি
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানো হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় দফায় সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের কর্মকর্তা মো. একরামুল হকের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
আয়কর আইন অনুযায়ী, গত অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর।
আরও পড়ুন<<>>পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জারি
পরে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেয়া হয়েছিল। দ্বিতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয় আরও এক মাস, যা ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা।
চলতি (২০২৫-২৬) অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে।
গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করে এনবিআর।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































