Apan Desh | আপন দেশ

বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া, জমি ছাড়ার আদেশ আদালতের

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ২৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া, জমি ছাড়ার আদেশ আদালতের

ফাইল ছবি

বাংলাদেশ ও ভারতের সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি বরাদ্দ দিতে পশ্চিমবঙ্গ সরকারকে আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার কলকাতার হাইকোর্ট এ আদেশ দেয় বলে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নিউজঅনএয়ারের খবরে বলা হয়েছে।

আদালতের আদেশের বরাতে খবরে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে কাঁটাতারের বেড়া স্থাপনে নয়টি সীমান্ত জেলার জমি বিএসএফের কাছে হস্তান্তর করতে হবে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনকে নিয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। 

আরও পড়ুন<<>>ভোটের পোস্টার মুদ্রণ না করতে ছাপাখানাকে কড়া নির্দেশ

আদালত বলেছে, কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে যেসব জমি অধিগ্রহণ করেছে এবং অধিগ্রহণের অর্থ বরাদ্দ হয়ে গেছে, সেসব জমি অবিলম্বে হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশনের’ (এসআইআর) মতো কোনো ‘অজুহাত’গ্রহণযোগ্য হবে না বলেও আদালত জানিয়ে দিয়েছে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সুব্রত সাহার একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এসব আদেশ এল। মামলায় তিনি অভিযোগ করেন, জমি হস্তান্তরে রাজ্য সরকারের গাফিলতির ফলে অবৈধ পাচার ও অনুপ্রবেশ সহজ হয়েছে।

রাজ্য সরকারের তরফে আদালতে বলা হয়েছে, মার্চের নির্ধারিত সময়সীমার মধ্যে তারা ১৮১ কিলোমিটার এলাকার জমি হস্তান্তর করতে পারবে।

কিন্তু আদালতের নজরে সে সব জমিও রয়েছে, যেগুলো এখনও রাজ্যের মন্ত্রিসভায় অনুমোদন পায়নি।

নিরাপত্তাসংক্রান্ত গুরুত্ব বিবেচনায় সীমান্ত এলাকার জমি জরুরি ভিত্তিতে অধিগ্রহণ করা যায় কিনা, সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই হলফনামা জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২ এপ্রিল।

বিএসএফের কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় উত্তেজনা তৈরি হয়, যেটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বৃদ্ধি পেয়েছে। গত দেড় বছরে সীমান্তবর্তী বেশ কয়েকটি অঞ্চলে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।

গত বছরের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া বসানো শুরু করে বিএসএফ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে ওই সময় কয়েক দফা বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

এ ঘটনার দুই মাস পর কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে উত্তেজনা দেখা দেয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে। সেখানে বিজিবির বাধায় নির্মাণকাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা।

সবশেষ গত মাসে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখে তারা।

তবে এসব ঘটনার ক্ষেত্রে প্রায়ই দেখা গেছে, বিজিবির বাধার মুখে সাময়িকভাবে কাজ বন্ধ রাখলেও বিএসএফ সদস্যরা সুযোগ পেলে বেড়া বসানোর চেষ্টা করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা