
ইলন মাস্ক-ডোনাল্ড ট্রাম্প
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেয়ার কথা বললে সোমবার (৩০ জুন) আবারও রাজনীতিতে সরব হয়ে উঠেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন বিল নিয়ে ক্ষেপেছেন এ শীর্ষ ধনকুবের। তাই ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষিপ্ত হয়েই নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন মাস্ক।
‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে সিনেটে চূড়ান্ত ভোটের আগে সোমবার মাস্ক এ হুঁশিয়ারি দেন। শুধু তাই নয়, যেসব আইনপ্রণেতা বিলের পক্ষে ভোট দেবেন, তাদেরও দেখে নেয়ার হুমকি দিয়েছেন তিনি।
তবে পাল্টা জবাবে ইলন মাস্কের সব প্রতিষ্ঠানের ভর্তুকি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ভর্তুকি বন্ধ হলে মাস্ককে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে।
আরওপড়ুন<<>>কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী বরখাস্ত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন টেসলা ও স্পেসএক্স প্রধান। সেসময় ট্রাম্প-মাস্কের রসায়ন বেশ আলোচনার জন্মও দিয়েছিল। ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পেছনে কোটি কোটি ডলার খরচ করেছেন মাস্ক—এমন গুঞ্জনও রয়েছে।
নির্বাচনে ট্রাম্পের জয়ের পর রীতিমতো তার ছায়াসঙ্গী হয়ে ওঠেন এ মার্কিন ধণকুবের। দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পাশাপাশি, মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্তে তার প্রভাব নজর এড়ায়নি। বিভিন্ন নীতিতে পরস্পরকে অন্ধ সমর্থন দিয়েছেন। সমালোচনার মুখে একে অপরের পক্ষে সাফাই গেয়েছেন।
তবে তাদের এ বন্ধুত্বে ফাটল ধরতে সময় লাগেনি বেশি। ডোনাল্ড ট্রাম্পের ১৩০ দিনের দায়িত্ব পালন শেষে প্রেসিডেন্টকে নিজের শত্রু বানিয়ে নিয়েছেন মাস্ক। প্রেসিডেন্টের কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত ‘বিগ বিউটিফুল বিল’-কে কেন্দ্র করে ক্রমেই তাদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
নিজের সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একের পর এক পোস্টে আলোচিত বাজেট বিলটির তীব্র সমালোচনা করেন টেসলার সিইও। যেসব আইনপ্রণেতা বিলটির পক্ষে অবস্থান নেবেন, তাদের দেখে নেয়ার হুমকিও দেন তিনি। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করে ‘আমেরিকান পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন মাস্ক।
তবে চুপ থাকেননি ট্রাম্পও। ক্ষোভ ঝেড়েছেন মাস্কের ওপর। ট্রাম্পের অভিযোগ, মাস্কের প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছে। আর এ ভর্তুকি না পেলে তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। মাস্ককে দেয়া ভর্তুকি পুনর্বিবেচনায় দক্ষতা বিষয়ক বিভাগকে নির্দেশও দিয়েছেন ট্রাম্প।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।