Apan Desh | আপন দেশ

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এমপিসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৯, ২৯ জানুয়ারি ২০২৬

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এমপিসহ নিহত ১৫

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় দেশটির একজন এমপিসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার বিমান। 

এটি ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানে কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ফ্লাইটটি সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজ়ুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা যাচ্ছিল। অবতরণের কিছুক্ষণ আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। 

কলম্বিয়ার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজ়ুয়েলার সঙ্গে কলম্বিয়ার সীমান্তের কাছে ওই ফ্লাইটটি বিধ্বস্ত হয়। সংবাদ সংস্থা এএফপিকে একজন এমপি জানিয়েছেন, তাতে একজন নির্বাচিত জন প্রতিনিধিসহ সব যাত্রী এবং ক্রু নিহত হন।

আরও পড়ুন<<>>গুরুতর চোখের সমস্যায় ভুগছেন ইমরান খান

নিহতদের মধ্যে আছেন আর এক রাজনীতিবিদও। তিনি আসন্ন নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

উল্লেখ্য, কুকুটা অঞ্চলটি পাহাড়ি এলাকা। সেখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এর কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী, ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা নিয়ন্ত্রিত।

জানা গিয়েছে, ভেঙে পড়া ছিল একটি বিচক্রাফ্ট ( Beechcraft) ১৯০০ টুইন-প্রপেলার বিমান। বিস্তারিত তথ্য না দিয়ে বিমান সংস্থাটি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই ফ্লাইটটি ‘ মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’। এ অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।

ভেঙে পড়া ওই বিমান থেকে মৃতদেহ উদ্ধারের জন্য বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এমপিরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়