Apan Desh | আপন দেশ

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৫, ২৯ জানুয়ারি ২০২৬

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ছবি : আপন দেশ

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকবে অথবা অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। 

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। শুক্রবার (৩০ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে। 

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা

ঢাকায় সর্বোচ্চ ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। 

খুলনায় সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সবশেষ ময়মনসিংহে সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়