Apan Desh | আপন দেশ

‘সাবধান, পুরো তেহরান পুড়ে যাবে’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ১৪ জুন ২০২৫

‘সাবধান, পুরো তেহরান পুড়ে যাবে’

কাটজ

ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিরুদ্ধে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার (১৪ জুন) তাদের সেনাবাহিনী প্রধানের সঙ্গে একটি মূল্যায়ন সভার পর কাটজ বলেন, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলে 'তেহরান ছাই হয়ে যাবে'।

তিনি বলেন, ইরানি একনায়ক নাগরিকদের জিম্মি করে তুলছেন। এমন একটি বাস্তবতা আনছেন যেখানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের অপরাধমূলক ক্ষতির জন্য তাদের -বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে।

ইসরায়েল কাটজ বলেন, যদি (আয়াতুল্লাহ আলি) খামেনি ইসরায়েলি হোম ফ্রন্টের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকেন - তেহরান পুড়ে যাবে।

ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার (১৩ জুন) রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে 'ট্রু প্রমিজ ৩'।

সর্বোচ্চ নেতা খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, ইসরায়েলি নেতৃত্ব ইরানের বিরুদ্ধে 'যুদ্ধ শুরু করেছে', তাই ইরান ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না। দেশটিকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে 'সর্বশক্তি প্রয়োগ' করবে।

ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র ফার্স নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ইহুদিবাদী শাসনব্যবস্থা (ইসরায়েল) আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে, তা আগামী দিনে এ অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। যা তাদের শাসনব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল। আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক। বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা