Apan Desh | আপন দেশ

গাজায় ইসরায়েলি হামলা, ৩৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ১৩ মে ২০২৫

আপডেট: ১৩:৩৪, ১৩ মে ২০২৫

গাজায় ইসরায়েলি হামলা, ৩৯ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় শতাধিক।

মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। এ পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৮৬০ ছাড়িয়ে গেছে।

আল জাজিরা জানায়, আকাশে ড্রোন ও এফ-১৬ যুদ্ধবিমানের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরিবারগুলো তাদের সদস্যদের জন্য খাবার নিশ্চিত করতে পারছেন না। তারা বলছেন, তাদের সন্তানদের খাবার দেয়া সম্ভব হচ্ছে না। তাদের সন্তানরা দিনপার করছে ক্ষুধার্ত অবস্থায়।

এদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, বন্দী মুক্তি যুদ্ধবিরতি আলোচনার দিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এছাড়া মানবিক সাহায্যের প্রবেশ এবং গাজা উপত্যকার পুনর্গঠনের লক্ষ্য পূরণের পথও তৈরি হচ্ছে। তবে গাজা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এ উপত্যকায় ৫ লাখ মানুষ অনাহারের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞদের একটি প্যানেল।

আরওপড়ুন<<>>ভারতের ২৬ ঘাঁটিতে হামলায় করে পাকিস্তান

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এ ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পর মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এবং দখলদার বাহিনীর সেনা সদস্য এডান আলেকজান্ডারকে গাজার বন্দীদশা থেকে মুক্তি দেয় হামাস। সোমবার (১২ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের তিন দিনের সফরের আগে এ মুক্তি দেয়া হয়।

যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবেন তিনি। এমন সিদ্ধান্ত এবং আলেকজান্ডারের মুক্তির পরেও ইসরায়েলি বাহিনী গাজায় আবার হামলা করে। 

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইসরায়েলকে গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহবান জানিয়েছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান