Apan Desh | আপন দেশ

পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়াতে ভারতকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ২ মে ২০২৫

পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়াতে ভারতকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

ছবি : আপন দেশ

জম্মু কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ভারত পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে বলেও ধারণা করছে দেশটি। এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত এড়াতে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (০২মে) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র চায় না দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে উত্তেজনা বাড়তে বাড়তে বড় কোনো সামরিক সংঘাতে রূপ নিক।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কাশ্মিরে সাম্প্রতিক হামলার পর ভারতের প্রতিক্রিয়া যেন আঞ্চলিক উত্তেজনায় রূপ না নেয়—এ প্রত্যাশা আমাদের। আমাদের আশা, ভারত এমনভাবে প্রতিক্রিয়া দেবে যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।

ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ নামের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা চাই পাকিস্তান ভারতের সঙ্গে মিলে হামলাকারীদের খুঁজে বের করুক এবং প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করুক। আমরা এ পথেই সমাধান চাই। পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। দেখি কী ঘটে।

ভ্যান্সের এ মন্তব্যের পেছনে রয়েছে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক মহড়ার প্রেক্ষাপট। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি যুদ্ধাবস্থার প্রস্তুতির অংশ হিসেবে ট্যাংক, কামান এবং আধুনিক অস্ত্র নিয়ে একটি মহড়া চালিয়েছে। এতে কর্মকর্তারা থেকে শুরু করে সাধারণ সৈন্যরাও অংশ নেন এবং নিজেদের পেশাগত দক্ষতার প্রদর্শন করেন।

দুই দেশের সম্পর্ক বর্তমানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। কাশ্মিরের ভারতশাসিত অঞ্চলে এক হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তোলে। তবে ইসলামাবাদ এ অভিযোগ নাকচ করে বলেছে, এ ধরনের প্রচেষ্টা ‘অমূলক’ এবং ভারতের যেকোনো আগ্রাসনের জবাব দেয়ার হুমকিও দিয়েছে।

এ টানাপড়েনের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের আহবান জানিয়েছেন। পাশাপাশি জাতিসংঘও ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহবান জানিয়ে বলেছে, সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান যেন ‘অর্থবহ পারস্পরিক আলোচনা’র মাধ্যমে হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়